Logo
 

বৃহস্পতিবার,১৮ই জানুয়ারি, ২০১৮ ইং, ৫ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ, ১লা জমাদিউল-আউয়াল, ১৪৩৯ হিজরী

 
 

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 

এক্সপ্রেস নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১০জন।
আজ শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা, হাজির বাজার এলাকা ও ময়মনসিংহ শহরে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, হাজির বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ূন কবীর নামে এক যুবক নিহত হয়। সে গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে। এঘটনায় আরো পাঁচজন আহত হয়।
অন্যদিকে ভরাডোবা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। আহত হয় আরো ৫ জন। আহতদের মধ্যে ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজমোড়ে ট্রাকচাপায় শাহিন (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/অপারেশন) শাকির আহম্মেদ জানান, সকাল ১০টার দিকে পাটগুদাম ব্রিজমোড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই শাহিন নামে এক রিকশাচালক নিহত হয়।
নিহত শাহিনের বাড়ি তারাকান্দা উপজেলায়। এঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আজকে

  • ৫ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ
  • ১৮ই জানুয়ারি, ২০১৮ ইং
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৩৯ হিজরী
 

সোশ্যাল নেটওয়ার্ক

 

Express News

 
 
 
সম্পাদক: এম.এ.জাহান, চেয়ারম্যান: ছিদ্দিকুর রহমান (ছিদ্দিক), উপদেষ্টা: আব্দুল বাছিদ আছিদ, পৃষ্ঠপোষক: আব্দুল জলিল ভূইয়া
রিপোর্টার: মোঃ জিয়াউর রহমান, রাসেল আহাম্মেদ, হারুনুর রশিদ হারুন, শুকুর আলী, সহ রিপোর্টার: নুরুল ইসলাম,রহিম,হিরু,মতিন।
ই-মেইল: expressnews@gmail.com
ই-মেইল: info@expressnews.com