Logo
 

বুধবার,১৬ই জানুয়ারি, ২০১৮ ইং, ৪ঠা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ, ২৯শে রবিউস-সানি, ১৪৩৯ হিজরী

 
 

ভারতে ভবনে আগুন: শিশুসহ নিহত ৪

 

এক্সপ্রেস নিউজ ডেস্ক: ভারতের মুম্বাইয়ের মোরাল এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন।

আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা চার ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোরাল এলাকার মাইমুন ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর মুম্বাইয়ের কামালা মিলস রেস্টুরেন্ট ও শপিং কম্পাউন্ড এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, অধিকাংশই ধোঁয়ার মধ্যে দম বন্ধ হয়ে মারা যান।

আজকে

  • ৪ঠা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ
  • ১৬ই জানুয়ারি, ২০১৮ ইং
  • ২৯শে রবিউস-সানি, ১৪৩৯ হিজরী
 

সোশ্যাল নেটওয়ার্ক

 

Express News

 
 
 
সম্পাদক: এম.এ.জাহান, চেয়ারম্যান: ছিদ্দিকুর রহমান (ছিদ্দিক), উপদেষ্টা: আব্দুল বাছিদ আছিদ, পৃষ্ঠপোষক: আব্দুল জলিল ভূইয়া
রিপোর্টার: মোঃ জিয়াউর রহমান, রাসেল আহাম্মেদ, হারুনুর রশিদ হারুন, শুকুর আলী, সহ রিপোর্টার: নুরুল ইসলাম,রহিম,হিরু,মতিন।
ই-মেইল: expressnews@gmail.com
ই-মেইল: info@expressnews.com