Logo
 

বুধবার,১৬ই জানুয়ারি, ২০১৮ ইং, ৪ঠা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ, ২৯শে রবিউস-সানি, ১৪৩৯ হিজরী

 
 

বিপিএলে আজ মুখোমুখি সিলেট-রাজশাহী, চিটাগং-খুলনা

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। একই ভেন্যুতে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

ছয় ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট সিক্সার্স। চার ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে রাজশাহী কিংস। পাঁচ ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। আর পাঁচ ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স।

এই টুর্নামেন্টে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস এর আগে একবার মুখোমুখি হয়েছে। ওই ম্যাচে ৩৩ রানে জিতেছিল সিলেট সিক্সার্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০৫ রান করেছিল সিলেট সিক্সার্স। পরে রাজশাহী কিংস আট উইকেট হারিয়ে ১৭২ রান করেছিল।

চিটাগং ভাইকিংস এবং খুলনা টাইটান্সও এর আগে একবার মুখোমুখি হয়েছে। ওই ম্যাচটি ১৮ রানে জিতে নিয়েছিল খুলনা টাইটান্স। ম্যাচটি প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে খুলনা করেছিল ১৭০ রান। পরে চিটাগং ভাইকিংস সাত উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল।

আজকে

  • ৪ঠা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ
  • ১৬ই জানুয়ারি, ২০১৮ ইং
  • ২৯শে রবিউস-সানি, ১৪৩৯ হিজরী
 

সোশ্যাল নেটওয়ার্ক

 

Express News

 
 
 
সম্পাদক: এম.এ.জাহান, চেয়ারম্যান: ছিদ্দিকুর রহমান (ছিদ্দিক), উপদেষ্টা: আব্দুল বাছিদ আছিদ, পৃষ্ঠপোষক: আব্দুল জলিল ভূইয়া
রিপোর্টার: মোঃ জিয়াউর রহমান, রাসেল আহাম্মেদ, হারুনুর রশিদ হারুন, শুকুর আলী, সহ রিপোর্টার: নুরুল ইসলাম,রহিম,হিরু,মতিন।
ই-মেইল: expressnews@gmail.com
ই-মেইল: info@expressnews.com